শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতবোমা দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৃহকর্তা আইয়ূব আলীর ছেলে আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল ৭টার দিকে বাড়ির বাইরে গেটের সামনে লাল কসটেপ মোড়ানো হাতবোমা দেখতে পেয়ে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিয়।
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, বাড়ির লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে হাতবোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে নেওয়া হয়েছে। তবে কারা কী কারণে বোমা দুটি রেখেছে তা খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এনটি