বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার শাহাপুর কালিমন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে বদরগঞ্জ উপজেলার পৌর শহরের শাহাপুর কালিমন্দির এলাকার রবিন চন্দ্র কালিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশর একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে পাঁচ ডাকাত সদস্যকে আটক করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, বদরগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরআইএস/