শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে মধুমতি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিশান একই উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।
উলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে একদল শিশু মধুমতি নদীতে গোসল করতে নামে। এসময় নিশান বৈরাগী ও প্রশান্ত বৈরাগী (৭) নামে দুই শিশু নিখোঁজ হয়। এলাকাবাসী নদীতে নেমে প্রশান্তকে জীবিত উদ্ধার করতে পারলেও নিশানকে উদ্ধার করতে পারেনি।
উপজেলার হরিদাসপুর নামক স্থানে মধুমতি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বজনরা শিশুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলেও জানান চেয়াম্যান কামরুল।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
জিপি