শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গাঈাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আজিজুর।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরআর