শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা আয়োজিত ‘দুর্নীতি বিরোধী প্রচারণায় সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই মন্তব্য করেন।
সব সেবা কেন্দ্রের কার্যক্রমের ওপর নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, দুর্নীতি চিহ্নিত করা দরকার।
সভায় সনাক-সাতক্ষীরার সহ-সভাপতি ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট একেএম শহীদ উল্লাহ, প্রফেসর আবদুল হামিদ, অধ্যাপক ড. দিলারা বেগম, মো. ওলিউর রহমান, সাংবাদিক সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ, কল্যাণ ব্যানার্জি, টিআইবির এরিয়া ম্যানেজার আবদুল আহাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এনটি