ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গুলিবিদ্ধ ৩ মরদেহের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
গুলিবিদ্ধ ৩ মরদেহের পরিচয় শনাক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর এলাকা থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ তিন যুবকের মরদেহের পরিচয় মিলেছে।

তারা হলেন- মহাখালী নিকেতন বাজারের শহিদুল্লাহর ছেলে সোহাগ (৩৫), মুগদা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ (২৬) ও মুগদা এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে নূর হোসেন বাবু (২৬)।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিহতদের পরিবার গিয়ে মরদেহগুলো শনাক্ত করে।

এর আগে সকালে পূর্বাচল ৯নং সেক্টরের আলমপুর এলাকার হাজি ব্রিজের নিচ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহত শিমুল আজাদের স্ত্রী আয়েশা আক্তার আন্নি বাংলানিউজকে বলেন, শিমুল ক্ষুদ্র ব্যবসা করতেন। আমাদের এক মেয়ে রয়েছে। সকালে খবর পেয়ে আমি গিয়ে তার মরদেহ শনাক্ত করি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, সকালে তিনটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে নিহতদের স্বজনরা থানায় এসে মরদেহগুলো শানাক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।