তারা হলেন- মহাখালী নিকেতন বাজারের শহিদুল্লাহর ছেলে সোহাগ (৩৫), মুগদা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ (২৬) ও মুগদা এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে নূর হোসেন বাবু (২৬)।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিহতদের পরিবার গিয়ে মরদেহগুলো শনাক্ত করে।
নিহত শিমুল আজাদের স্ত্রী আয়েশা আক্তার আন্নি বাংলানিউজকে বলেন, শিমুল ক্ষুদ্র ব্যবসা করতেন। আমাদের এক মেয়ে রয়েছে। সকালে খবর পেয়ে আমি গিয়ে তার মরদেহ শনাক্ত করি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, সকালে তিনটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে নিহতদের স্বজনরা থানায় এসে মরদেহগুলো শানাক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
টিএ