শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বানছড়া এলাকার থেকে তাকে আটক করা হয়। সাধন উপজেলার বরাদম এলাকার দয়া লাল চাকমার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল দীঘিনালা উপজেলার বানছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সাধনকে আটক করা হয়। সাধন ইউপিডিএফের কালেক্টর এবং দীঘিনালার মঞ্জুর হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ বাংলানিউজকে বলেন, আটক সাধন ইউপিডিএফের কালেক্টর ও তিনি গত ৭ আগস্ট দীঘিনালা উপজেলার পোমাংপাড়া এলাকার মঞ্জুর আলম হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সামাদ।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এডি/আরআইএস/