বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন।
আটকরা হলেন- ব্যবসায়ী সৌরভ দাস (৩৭) ও তার সহযোগী সুব্রত দাস (১৮)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিউল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের আমতলা রোডের ব্যবসায়ী সৌরভ দাসের বাসায় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ওই বাসা থেকে যৌন উত্তেজক সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. বশির গাজী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে সৌরভকে ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি জব্দকৃত সিরাপ ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে।
এছাড়া ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পরিদর্শক শফিউল্লাহ।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এমএস/আরআইএস/