শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল ঝালকাঠি সদর থানাধীন বড় একশ্যেরা পাড়া গ্রামে অভিযান চালায়।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. নূর উদ্দিন বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে সিপিএসসি ক্যাম্পের অপর একটি দল বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার নন্দনপট্টি গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বাসিন্দা শাহাদাত সরদার (৩০) ও সাইদুল ব্যাপারিকে (২৮) ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/এএটি