শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিরগামারি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, কিছু দস্যু মিরগামারি খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের অবস্থান টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে চারটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এনটি