ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের চার মাইল নামক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চার মাইল এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, ম্যাগজিন, তিন রাউন্ড কার্তুজ, এলজি, চাঁদা আদায়ের রশিদ বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।