শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরের আলুপট্টি মোড় থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’ এ কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হবিবুব রহমান।
ব্যতিক্রধর্মী এ পরিচ্ছন্নতা অভিযানে প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবী মহানগরের আলুপট্টি মোড় থেকে পদ্মা গার্ডেন পর্যন্ত সড়ক পরিষ্কার করে।
এ সময় বক্তারা বলেন, দেশটাকে পরিষ্কার করি দিবসের মতো প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানের মাধমে দেশের মানুষের মধ্যে পরিচ্ছন্নতার সচেতন বাড়াতেই এই উদ্যোগ।
আয়োজকদের প্রত্যাশা তাদের এই উদ্যোগে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ছে।
পরে পদ্মা গার্ডেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসএস/আরবি/