শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ থানার লেবুখালী ফেরিঘাটের উত্তরপাড় এলাকায় র্যাব-৮, বরিশালের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানে ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ এলাকার মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) ও কক্সবাজারের উখিয়া থানার কতুপালং (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. আ. আজিজের ছেলে মো. ইব্রাহিমকে (২০) আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৪৩৯ হাজার পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড ও মাদক বিক্রির ১০ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/আরবি/