হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় তা নদীর কূল উপচে চরাঞ্চলের নিম্নাঞ্চলে প্রবেশ করছে। এতে ফসলি জমি তলিয়ে যাচ্ছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েকদিন ধরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের নজরদারিও বাড়ানো হয়েছে।
পাউবো সূত্রে জানা যায়, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ওপর দিয়ে বহমান যমুনা নদী। গত কয়েকদিন ধরে এই নদীর পানি বেড়েই চলছে। ক্রমেই ফুসে উঠছে যমুনা। গত ১২ ঘণ্টায় ছয় সেন্টিমিটার বাড়ায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমবিএইচ/এএটি