শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ছয়জন, লোহাগড়া থেকে সাতজন, কালিয়া থেকে ১১ জন এবং নড়াগাতি থানা থেকে পাঁচজনকে আটক করা হয়। আটকদের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এসআরএস