ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় গণপিটুনিতে গরুচোর নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
বাঘারপাড়ায় গণপিটুনিতে গরুচোর নিহত

যশোর: যশোরের বাঘারপাড়ায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞাত (৪৫) ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একদল চোর উপজেলার নিমতা গ্রাম থেকে দু’টি গরু চুরি করে।

পরে ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী  গ্রাম সাদীপুরের রামপুর বটতলায় গরু পিকআপ ভ্যানে উঠানোর সময় গ্রামবাসীরা ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে গেলেও একজন চোর ধরা পড়ে। এসময় গ্রামবাসীরা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।