শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসতেনতা মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এ কথা বলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল মো. আ. রব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, বরিশাল বিআরটি সার্কেলের সহকারী পরিচালক মো. শাহ আলম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আফতাফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/এনএইচটি