শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে থেকে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ একজনকে আটক করা হয়।
নওগাঁ পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় তিনটি বাড়ি ভাড়া নিয়ে প্রায় বছর খানেক ধরে গোপনে অবৈধ কারখানাটিতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। বালি, মাটি ও বিভিন্ন রং মিশিয়ে এসব সার তৈরি করা হয়। যেসব সার স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।
দুপুরে ভেজাল ওই কারখানাটির সন্ধান পেয়ে অভিযান শুরু করে পুলিশ। এসময় প্রায় দেড়শ বস্তা ভেজাল সার এবং ভেজাল কীটনাশকসহ আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে।
দেশের নামীদামী ব্র্যান্ডের সার ও কীটনাশকের নাম ব্যবহার করে এসবের মোড়কীকরণ করা হয় বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জিপি