শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরের দিকে শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম তাদের আটক করেন।
আটক আরএনবি সদস্যরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার আনিছুর রহমান (৪০) এবং রংপুর তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামের দিলীপ কুমার (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকদের দেহ তল্লাশি করে মোবাইলের ব্যাটারির স্থানে বিশেষ কায়দায় রাখা ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর স্টেশন ইন্সপেক্টর মো. আতাউর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সৈয়দপুর থানায় আটক রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জিপি