ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
শার্শায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার গ্রেফতার ফিরোজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম হেরোইনসহ ওয়ারেন্টভুক্ত আসামি ফিরোজ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শার্শার নাভারন সেবা ক্লিনিক মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি শার্শার যাদবপুর গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি এলাকায় ফিরে মাদক বেচাকেনা করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটা পলিথিনে ৪শ’ গ্রাম হেরোইন পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর  ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।