ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভূমি অধিগ্রহণের প্রতিবাদে বাউফলে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ভূমি অধিগ্রহণের প্রতিবাদে বাউফলে মানববন্ধন

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার নাজিরপুর গ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ভূক্তভোগী কৃষকরা জানান, বাউফল উপজেলার আলগী নদীর পূর্বপাড় এবং নাজিরপুর গ্রামের ৮৬নং জে এল, ৩নং সিটের কৃষকদের জমি হাউজিং প্রকল্পের জন্য অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় উর্বর কৃষি জমিতে নেওয়া এ আবাসন প্রকল্প বাতিলের দাবি জানান কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।