ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মাপাড়ে শিক্ষা-স্বাস্থ্য নগরী বাস্তবায়নে প্রকল্প 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
পদ্মাপাড়ে শিক্ষা-স্বাস্থ্য নগরী বাস্তবায়নে প্রকল্প  বক্তব্য রাখছেন নূর-ই আলম চৌধুরী। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ‘মাদারীপুর জেলার শিবচরের পদ্মার পাড়ে শিক্ষা ও স্বাস্থ্য নগরী বাস্তবায়নে ইতোমধ্যে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে।’

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে হাজী বাছের উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মার পাড় সংলগ্ন এলাকায় আইসিটি ইনস্টিটিউট অ্যান্ড হাইটেক পার্ক, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের আইসিটি ক্যাম্পাস, আইএইচটি, নার্সিং ইনস্টিটিউট, জুট ইনস্টিটিউট, ট্রমা সেন্টারসহ নানা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

’  


নূর-ই আলম চৌধুরী বলেন, ‘শিগগিরই ১৯শ’ কোটি টাকা ব্যয়ে তাঁতপল্লীর নির্মাণকাজ শুরু হবে। তাঁতপল্লীর কাজ সম্পন্ন হলে এই এলাকার অর্থনৈতিক গতি আরো বেড়ে যাবে। ’

এসময় তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘জাতিসংঘে মায়া কান্না করে লবিস্ট নিয়োগ করে কোনো লাভ হবে না। যথাসময়ে সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ  নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন থেমে থাকবে না। ’

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সহ সভাপতি সাবেক পৌর মেয়র আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।