ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের দাবি যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

যশোর: যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বৃহত্তর যশোর জেলায় অর্থনৈতিক জোন স্থাপনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, যশোরকে বিভাগ ঘোষণা, বৃহত্তর যশোরের (যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে) আলাদা চারটি অর্থনৈতিক জোন, চার জেলায় আন্তঃরেল যোগাযোগ, খুলনা থেকে কলকাতাগামী ট্রেনের যশোর জংশনে স্টপেজ, চার জেলায় মেডিকেল ও ক্যাডেট কলেজ, পাবলিক, কৃষি, প্রকৌশল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সরবরাহ, বেনাপোল বন্দরের আধুনিকায়ন, যশোরে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাংকের শাখা স্থাপন, পর্যটন করপোরেশনের উদ্যোগে পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ এবং পদ্মানদীর দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে টানেল বা সেতু নির্মাণের দাবি জানান।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির ঢাকা শাখার সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা, সহ-সভাপতি লে. কর্নেল (অব.) হাসান ইকবাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান খান, যশোর কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাংবাদিক ফখরে আলম, যশোর বিভাগ আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান খান প্রমুখ।

যশোর কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান খান, ঢাকা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব রহমান খান, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সদস্য শরীফ হাসান ইমাম আরজু, সদস্য মিয়া মাসুদুর রহমান, সদস্য মো. হাবিবুর রহমান, যশোর জেলে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহবুব হাসান বুলু, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।