শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেহের স্টেশনের পশ্চিমে করবা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দু’টো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা দু’টো উদ্ধার করেছে পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বাংলানিউজকে বলেন, এখন নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঘটনাস্থল থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
আরএ