আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া শহরের ছিলিমপুর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নওগাঁ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া এসআই ট্রাভেলসের একটি বাস উক্ত স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে একজন নিহত হন। অন্য তিনজন যাত্রী আহত হন। এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমবিএইচ/আরআর