শনিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত থেকে রোববার (১৬ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা সবাই জিআর, সিআর, নিয়মিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি বলে জানা যায়।
এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ নয় জনকে, গাংনী থানা পুলিশ পাঁচ জনকে ও মুজিবনগর থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
জিপি