রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চারাতলা এলাকার কুড়িরবিলের ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি হরিণাকুণ্ডু উপজেলার সিংগা গ্রামের তাইজুদ্দিন মণ্ডলের ছেলে।
হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বাদশা। সকালে মহিউদ্দিন নামে এক ব্যক্তি কুড়িরবিলে নিজের ধানক্ষেতে তার মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসআই