ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
বগুড়ায় ইয়াবাসহ আটক ৬ ইয়াবাসহ আটক চার নারী ও দুই পুরুষ। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরের অভিজাত এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ চার বোনসহ ছয়জনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের জলেশ্বরিতলা ও সূত্রাপুরের চারটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- নওগাঁ সদর উপজেলার আনন্দ নগরের নাহিদ আলমের স্ত্রী লাবনী (২৮), আশাদুল কবির স্বপনের স্ত্রী মরিয়ম আক্তার নিপু (২৫), নাইমুল হাসান শান্তের স্ত্রী শিমু (২৩), রশুর স্ত্রী মনিরামপুর মনিকা (২০), আনন্দ নগরের মৃত আবুল কাশেমের ছেলে লোকমান হোসেন (৪৫) ও বগুড়া সদরের ঠনঠনিয়া হাজিপাড়া লেনের মৃত জাহেদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত (২৫)।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।