ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
নাটোরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

নাটোর: নাটোরের আহম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দিরেন চন্দ্র পাহান (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই সঙ্গে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কাদিম সাতুরিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিরেন সদর উপজেলার নবীন কৃঞ্চপুর গ্রামের নগেন চন্দ্র পাহানের ছেলে।

নাটোরের ঝলমলিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দিরেন চন্দ্র পাহান বাইসাইকেলে করে আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় নাটোর-পাবনা মহাসড়কের কাদিম সাতুরিয়া বটতলা এলাকায় পৌঁছালে ঠিক একই সময়ে গ্রামীণ ট্রাভেলস ও চাপাই ট্রাভেলস নামে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  

এসময় গ্রামীণ ট্রাভেলসের বাসটির ধাক্কায় রাস্তার পাশ দিয়ে যাওয়া বাইসাইকেল আরোহী দিরেন চাকার নিচে চাপা গড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।