শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে মারা যান ওই দুই তরুণ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর আউটারে এ দুই তরুণ ওঠার চেষ্টা করেন।
তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ময়না তদন্তের পর মরদেহ হাসপাতাল মর্গে হিমাগারে রাখা হবে।
নিহতরা সিলেটের ক্বিন ব্রিজে রিকশা ঠেলার কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এনইউ/এমজেএফ