ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
শাহজালালে কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ জব্দ করা ওষুধ (ফাইল ফটো)

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার (১৬ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রোববার মিশর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ বিদেশি ওষুধ ঢুকছে।

ভোর ৫টার দিকে ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। এসময় গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ডায়বেটিস, হাঁড়ের ক্ষয়জনিত রোগ, বন্ধ্যাত্ব রোগের পাঁচ ধরনের ৩১ হাজার ২৫০পিস ওষুধসহ মো. জামাল নামে এক যাত্রীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, যাত্রী জামাল ৪নম্বর বেল্ট থেকে লাগেজ নিয়ে স্ক্যানিং ফাঁকি দিয়ে চ্যানেলটি দ্রুত পার হওয়ার সময় তাকে গতিরোধ করা হয়। এরপর কাস্টমস নিয়ে তার সঙ্গে থাকা দু’টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমনিক মূল্য প্রায় ১ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।