রোববার (১৬ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রোববার মিশর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ বিদেশি ওষুধ ঢুকছে।
তিনি আরও বলেন, যাত্রী জামাল ৪নম্বর বেল্ট থেকে লাগেজ নিয়ে স্ক্যানিং ফাঁকি দিয়ে চ্যানেলটি দ্রুত পার হওয়ার সময় তাকে গতিরোধ করা হয়। এরপর কাস্টমস নিয়ে তার সঙ্গে থাকা দু’টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমনিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএফআই/ওএইচ/