ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজাকারমুক্ত সংসদ, মুক্তিযুদ্ধের চেতনার দেশ চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
রাজাকারমুক্ত সংসদ, মুক্তিযুদ্ধের চেতনার দেশ চাই যশোরে ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময়

যশোর: আমরা রাজাকারমুক্ত সংসদ চাই, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই। এক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করে কোনো রাজাকার জাতীয় সংসদে প্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

শাহরিয়ার কবির বলেন, আমার ভোট আমি যাকে খুশি তাকে নয়, আমার ভোট আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দেবো।

ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’। এ নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সন্ত্রাস আর বরদাশত করা হবে না। তাই মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা আরো বেগবান করতে হবে।  

‘নির্বাচনের সময় সংখ্যালঘুদের টার্গেট করা হয়। দল জিতলে কিংবা হারলে উভয়ক্ষেত্রেই তাদের প্রতি নির্যাতন, অত্যাচার করা হয়। এবারের নির্বাচনে সাম্প্রদায়িক হামলাকারীদের বোঝাতে চাই ২০০১ সালের মতো চুপ করে আর মার খাবো না। এবারের নির্বাচনে সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাস আর বরদাশত করা হবে না।  

এসময় পূর্ব অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর দাস রতন, জেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, সমাজকর্মী অর্চনা বিশ্বাস ইভা, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি শ্যামল শর্মা প্রমুখ।

উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, যশোর জেলা কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য প্রণব দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি তরিকুল ইসলাম তারু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।