ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তাপমাত্রা বাড়বে আরো দুইদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
তাপমাত্রা বাড়বে আরো দুইদিন সূর্যের এ তেজিভাব থাকবে আরো দুইদিন/ প্রতীকী ছবি

ঢাকা: আশ্বিনের প্রথম দিনেই তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। বাতাসে আর্দ্রতা থাকলেও রোদের তীব্রতায় গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী দুইদিন এ তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। যা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে, রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলিসিয়াস, সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৫ সেপ্টম্বর) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।  

অধিদপ্তরের আবহাওয়াবিদ এটিএম নাজমুল হুদা বাংলানিউজকে জানান, ঢাকায় সর্বোচ্চ ৩৫.২ ও সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা আরো দুইদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।  

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

এদিকে সকাল থেকে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজধানীবাসী। ফার্মগেট এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন, আসলে মানুষের চাপে ঢাকার তাপমাত্রা এমনিতেই বেশি। আর এর মধ্যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন ঢাকার জীবন অস্বাভাবিক হয়ে উঠে। তিনি বলেন, আজ গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে ফার্মগেট পর্যন্ত আসতে সাড়ে তিনঘণ্টা সময় লেগেছে। এই গরমের মধ্যে কী রকম অসহ্য লেগেছে, তা বলে বোঝানো যাবে না।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।