যশোর: যশোরের কেশবপুরে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া সড়কের রামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বাংলানিউজকে জানান, সকালে রামপুর এলাকায় স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওই ব্যক্তির গলায় গুলির চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ইউজি/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।