রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে নৌপথ উন্নয়নে চারটি মাল্টিপারপাস ড্রেজার কেনা হয়েছে এবং ২০টির কাজ নির্মাণাধীন।
‘বর্তমানে দেশে প্রায় তিন হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। বর্ষাকালে এর আয়তন হয় প্রায় ৬ হাজার কিলোমিটার। আর নতুন করে ২ হাজার কিলোমিটার হারিয়ে যাওয়া নৌপথ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অব্যাহত রয়েছে নদী খনন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া কাজ চলছে আরো ৫০ কিলোমিটারের। নৌপথে দুর্ঘটনাও অনেক কমে এসেছে।
পদ্মাসেতু নিয়ে মন্ত্রী বলেন, অনেকেই বলেছেন পদ্মাসেতু নাকি জোড়াতালি দিয়ে তৈরি করা হবে। কিন্তু এখন জনগণ দেখছে, সেতু কীভাবে তৈরি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এইচএমএস/এএ