রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার নামুড়িতে মেসার্স কেএস ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করায় তারা ক্ষমতার লোভে বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে।
এলাকার মুরব্বী সাইফুল ইসলাম ফাতেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি এসএ হামিদ বাবু, কর্ণল (অবসর) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতিক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুল হাসান বকুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এনটি