রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার বটতৈল এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ কর্মসূচির প্রথম পর্যায়ে ৫০ জন উপকার ভোগীর কাছে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
তিনি আরও বলেন, এ পর্যন্ত বর্তমান সরকার আমলে কুষ্টিয়াবাসীর বহু দাবি পূর্ণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি