রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সুবর্ণচর প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলায় কর্মরত সব সাংবাদিকদের পরামর্শ অনুযায়ী এ কমিটি গঠিত হয়।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রুহুল মতিনের সভাপতিত্বে দৈনিক সমকালের সহ-সম্পাদক জাহিদুর রহমানকে উপদেষ্টা করে দৈনিক খোলা কাগজের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুমকে সভাপতি, দৈনিক যায়যায়দিনের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আবদুল বারী বাবলুকে সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত ও বাংলা টিভির সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আরিফ সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয় ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন ও হুমায়ুন কবির, সহ-সভাপতি হুমাযুন কবির ও একেএম ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ হারুনুর রশীদ, প্রচার সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবু সাহিদ, দপ্তর সম্পাদক নেয়ামত উল্লাহ তারিফ। কার্যকরী সদস্য হলেন, ইউনুছ আলী,জহির উদ্দিন তুহিন ও মোস্তফা রাসেল।
বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি