ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে এসি মেরামত করতে গিয়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
গাজীপুরে এসি মেরামত করতে গিয়ে কিশোরের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী এলাকায় এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। 

রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ননিস্বর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

 

নাজমুলের খালাতো ভাই আব্দুল মান্নান জানান, গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার ভাড়া বাসায় থাকতো নাজমুল। সে এসি মেরামতের কাজ করতো। রোববার বিকেলে শিমুলতলী এলাকায় একটি প্রতিষ্ঠানে এসি মেরামত করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের চিকিৎসক মো. এরশাদুল্লাহ জানান, সন্ধ্যায় নাজমুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮ 
আরএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।