রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ননিস্বর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
নাজমুলের খালাতো ভাই আব্দুল মান্নান জানান, গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার ভাড়া বাসায় থাকতো নাজমুল। সে এসি মেরামতের কাজ করতো। রোববার বিকেলে শিমুলতলী এলাকায় একটি প্রতিষ্ঠানে এসি মেরামত করতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের চিকিৎসক মো. এরশাদুল্লাহ জানান, সন্ধ্যায় নাজমুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএস/এনএইচটি