রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায় রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে পটুয়াখালীর বাউফল থানার কাচিপাড়া এলাকার মো. মাসুদ ইসলাম (৩০), একই থানার ধুলিয়া এলাকার মো. মিঠুন রারী (১৯) ও বরিশালের কোতোয়ালি মডেল থানার মহন্দকাঠী এলাকার মো. রিমন হাওলাদারকে (১৯) আটক করা হয়। তারা বর্তমানে বরিশালের বিভিন্ন এলাকায় বসবাস করতো।
আটকদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা, একটি দা, তিনটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/এনএইচটি