রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিবি হাজেরা ওই বাড়ির নূর নবীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার নূর নবীর ছোট মেয়ের বিয়ের দিন ঠিক করা হয়। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে অনুষ্ঠানের বিভিন্ন কাজ তদারকি করছিলেন বিবি হাজেরা। একপর্যায়ে অসাবধানতাবশত ঘরের একটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নূর নবীই বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি/এইচএ/