রোববার (১৬ সেপ্টেম্বর) রাতভর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
সদর থানা পুলিশ ১০ জন, গাংনী থানা পুলিশ ৮ ও মুজিবনগর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে গাংনী, সদর ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল গ্রেফতার অভিযানে অংশ নেয়।
এএসপি সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএ