ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অস্বচ্ছল পরিবারের মধ্যে গাভী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
খাগড়াছড়িতে অস্বচ্ছল পরিবারের মধ্যে গাভী বিতরণ গাভী বিতরণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অস্বচ্ছল প্রান্তিক পরিবারের মধ্যে গাভী বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের কদমতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা নির্বাচিত ৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে গাভী বিতরণ করেন।  
 
অনুষ্ঠানে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নারীর ক্ষমতায়ন মাথায় রেখে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।

তারই একটি অংশ নারীদের মধ্যে গাভী বিতরণ করা হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে ১৩টি উপজেলায় গাভী বিতরণ করা হচ্ছে। এসব গাভী পালস করে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।  
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, প্রকল্প পরিচালক আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭/১৮ অর্থ বছরের নারী উন্নয়নে গাভী পালন প্রকল্পের আওতায় ৩০টি গাভী বিতরণ করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।