ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেগুনবাগিচায় ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
সেগুনবাগিচায় ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ হাসান (২৮) ও দুরুল (২৬) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেগুনবাগিচার করতোয়া কুরিয়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ডিসকোভার মোটরসাইকেলসহ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।