আহত মামুন
নওগাঁ: নওগাঁ সদর উপজেলার চকবাড়ীয়া গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে মামুনুর রশিদ (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নওগাঁর পুলিশ সুপার ইকবার হোসেন বাংলানিউজকে বলেন, চকবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওমর আলীর (২০) সঙ্গে দীর্ঘদিন ধরে একটি কাঁঠাল গাছ নিয়ে প্রতিবেশী মজনুর বিরোধ চলছিল।
সোমবার সকালে ওমর আলী জোর করে গাছের ডাল কাটতে গেলে মজনুর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় প্রতিবেশী মামুনুর রশিদ বিবাদ থামাতে গেলে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে পলিয়ে যায় ওমর। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মামুন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে ওমর আলীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। তবে এখনও কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলে জানান এসপি।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।