সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দৈবজ্ঞহাটির জোকা গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এরা হলেন- উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের মৃত
ছালেক মৃধার ছেলে ছলেমান মৃধা (৫৫) ও মিত্রডাঙ্গা গ্রামের মৃত ছাহেব আলী শেখের ছেলে কুদ্দুস শেখ (৩৭)।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে জোকা গ্রামে অভিযান চালিয়ে ছলেমান মৃধাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়।
পরে ছলেমানের দেওয়া তথ্য অনুযায়ী কুদ্দুস শেখের ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে আরও ৩ কেজি গাঁজাসহ কুদ্দুসকে আটক করা হয়। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএ