সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সিলেটের অজ্ঞাত স্থানে তার মৃত্যু হলে পরিবার তা গোপন রাখে। পরে দুপুর দেড়টার দিকে মরদেহ গ্রামের বাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগে আনা হলে তা জানাজানি হয়।
পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসূন নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পলাতক অবস্থায় আনিছ মিয়া কোথায় মারা গেছেন তা আমরা সঠিক জানিনা, পরিবারও কিছু বলেনি। তবে শুনেছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাসায় ছিলেন তিনি। মরদেহ গ্রামে আনা হচ্ছে শুনে আমরা পুলিশকে অবগত করেছি। তারা পরবর্তী পদক্ষেপ নেবে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আমরা খবর পেয়ে তার গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হবে।
জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল রাজনগর উপজেলার মানবতাবিরোধী অপরাধী আনিছ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরএ