সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে ভোর ৫টায় তাকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ভোর ৫টায় দাপা এলাকা থেকে রনিকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
এর আগে শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকেই নিখোঁজ ছিল রনি। তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে রোববার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি করেছিলেন।
রনির ছোট ভাই মহিবুর রহমান রানা জানান, তার ছোট ভাই মো. মশিউর রহমান রনি (৩০) শনিবার সকাল ১০টায় পারিবারিক কাজে ঢাকা যান। আর রাত পর্যন্ত ফিরে আসেননি। রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা থেকে টেলিফোনে জানান কালো মাইক্রোবাসে করে কয়েকজন সাদা পোশাকধারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রনিকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
এরপর থেকে নিখোঁজ ছিলেন রনি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
আরআর