রংপুর: রংপুরের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় তার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক এবং তার প্রেমিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এতথ্য জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মারুফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমএ/এমএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।