সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রকি মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বিছার উদ্দীনের ছেলে।
রকির পরিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে কাজ শেষে মাইক্রোবাসে (ওয়ার্কশপের একটি গাড়ি) করে বাড়ি ফিরছিল রকি। এসময় গাড়িতে অন্ধকারে কোক ভেবে একটি বোতলে রাখা রেডিয়েটর কুল্যান্ট পানি পান করলে সে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন প্রথমে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায় সে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআই